BN/710103 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"চার ধরনের মানুষ ভগবান বিষ্ণুর আরাধনা করে থাকে: আর্ত, যারা পীরিত; অর্থার্থী, যারা অর্থাভাবে রয়েছে অথবা কোন জাগতিক লাভ চায়; জিজ্ঞাসু,যারা অনুসন্ধিৎসু; এবং জ্ঞানী-এই চার প্রকার। এদের মধ্যে জিজ্ঞাসু আর জ্ঞানী, আর্ত এবং অর্থার্থী থেকে উত্তম,পীড়িত আর অভাবী। তবুও জ্ঞানী এবং জিজ্ঞাসু, তারাও শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত নয় , কারণ শুদ্ধ ভক্তিমূলক সেবা জ্ঞানেরও উর্ধ্বে। জ্ঞান-কর্মাদ্যনাবৃতম (চৈ.চ.মধ্য ১৯.১৬৭)। ঠিক যেমন গোপীরা,তারা কৃষ্ণকে জ্ঞানের মাধ্যমে বোঝার চেষ্টা করেনি, যদিও কৃষ্ণ ভগবান। না। তারা স্বাভাবিকভাবেই উন্নত-এমনি এমনিতেই হয়নি;তাদের পূর্বকৃত সুকৃতি, কৃষ্ণের প্রতি তীব্র ভালবাসার দরুন হয়েছে। তারা কখনও কৃষ্ণকে বোঝার চেষ্টা করেনি যে তিনি ভগবান কিনা। উদ্ধব যখন তাদেরকে জ্ঞান সম্বন্ধে বোঝানোর চেষ্টা করছিলেন তারা খুব একটা মনোযোগ সহকারে তা শ্রবণ করেনি। তারা শুধুমাত্র কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিল। এটাই হচ্ছে কৃষ্ণভাবনামৃতের চরম উৎকর্ষতা।"
৭১০১০৩- প্রবচন শ্রীমদ্ভাগবতম ০৬.০১.৫৬-৬২ - সুরাট