BN/710117b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমন একটি শিশু প্রতিদিন দেখে যে, সূর্য পূর্বদিক থেকে উদিত হচ্ছে - কাজেই পূর্বদিক হচ্ছে সূর্যের পিতা। পূর্বদিক কি সূর্যের পিতা? সূর্য সবসময় সেখানেই আছে, কিন্তু আমরা দেখছি সূর্য সকাল বেলা পূর্বদিক থেকে উদিত হচ্ছে। এটাই সব। আসলে আমাদের দৃষ্টিভঙ্গীটা এইরকম। সূর্যের জন্ম নেই। সূর্য পূর্বদিক থেকে জন্মগ্রহণ করে না। সূর্য সবসময় আকাশেই রয়েছে। একইভাবে কৃষ্ণ সবসময় এখানে আছেন, মূর্খ ব্যক্তিদের কাছে মনে হয় যেন কৃষ্ণ জন্মগ্রহণ করেন। অজোহপি সন্নব্যয়াত্মা। অজোহপিঃ "আমার জন্ম নেই।" অজঃ। ঠিক এই শব্দটিই ব্যবহার করা হয়। অজোহপি সন্নব্যয়াত্মা ভূতানামীশ্বরোহপি সন। সুতরাং তুমি কি করে কৃষ্ণের আবির্ভাবকে সাধারণ মানুষের জন্মগ্রহণের সাথে তুলনা করতে পার? কেউ যদি কৃষ্ণের জন্ম সম্পর্কে জানতে পারে, তাহলে সে মুক্ত হয়ে যায়। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো জানাতি তত্ত্বতঃ।"
৭১০১১৭ - কথোপকথন - এলাহাবাদ