BN/710129 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি তুমি আসলেই শান্তি পেতে চাও, তাহলে তোমাকে শান্তির সূত্রটি স্বীকার করতে হবে, যেমনটি ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছেঃ যে, শ্রীকৃষ্ণ বা ভগবান হচ্ছেন ভোক্তা, একমাত্র ভোক্তা। তিনি সম্পূর্ণরূপে পূর্ণ। ঠিক যেমন এই সম্পূর্ণ দেহটি হচ্ছে পূর্ণঃ অঙ্গগুলো হচ্ছে এর অবিচ্ছেদ্য অংশ, কিন্তু দেহটির প্রকৃত ভোক্তা হচ্ছে পেট। পা চলছে, হাত কাজ করছে, চোখগুলো দেখছে, কান শুনছে। তারা সকলেই সম্পূর্ণ দেহটির সেবায় নিয়োজিত। কিন্তু যখন ভোগ করা বা খাওয়ার প্রশ্ন আসে, তখন না আঙ্গুল, না কান, না চোখ কেউ না- শুধুমাত্র পেটই তা ভোগ করে থাকে, আর তুমি যদি পেটের মধ্যে খাদ্য দাও তাহলে চোখ, কান, আঙ্গুল সহ দেহের যেকোনো, যেকোনো অংশই পরিতৃপ্তি লাভ করবে।"
৭১০১২৯ - প্রবচন মি. মিত্রের বাসায় - এলাহাবাদ