BN/710130 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি হচ্ছো পরম ব্রহ্ম।" আমরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, আমরা হচ্ছি ব্রহ্ম। এটা দারুন। কিন্তু আমরা পরম ব্রহ্ম নই। পরম ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা প্রত্যেকেই ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা। ঠিক যেমন, আজকে রাত্রে তোমরা যারা এখানে এসেছ, তাদের মধ্যে কেউ ম্যাজিস্ট্রেট, কেউ জজ, তোমরা হচ্ছো নিয়ন্তা; কিন্তু সর্বোচ্চ নিয়ন্তা নও। এভাবে খুঁজে যাও, আর দেখো পরম নিয়ন্তা কে। পরম নিয়ন্তা হচ্ছে যাকে অন্য কারো আদেশ পালন করতে হয়না। তিনিই সর্বোচ্চ নিয়ন্তা। অন্যথায় প্রত্যেকেই নিয়ন্তা হতে পারে কিন্তু তাকে ঊর্ধ্বতনের আদেশ পালন করতে হবে।"
৭১০১৩০ - প্রবচন - এলাহাবাদ