BN/710203 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ওতং প্রোতং পটবদযত্র বিশ্বম—এই সৃষ্টির প্রকাশ হল ঠিক এপাশ এবং ঐপাশে সুতা বোনার মতো। উভয় পাশেই সুতা রয়েছে, ঠিক একটি কাপড়ের মতো যার দুটো পাশ রয়েছে; উভয় পাশের দৈর্ঘ্য আর প্রস্থ, সেখানে উভয় পাশেই সুতা রয়েছে। একইভাবে সম্পূর্ণ সৃষ্টির প্রকাশে , লম্বালম্বিভাবে আর আরাআরি ভাবে ,পরমেশ্বরের শক্তি কাজ করছে। ভগবদ্গীতাতেও এটি বলা হয়েছে, সুত্রে মণিগণা ইব(ভগবদ্গীতা ৭.৭)। ঠিক যেমন একটি সুতাতে পুঁতি বা মুক্তা গাঁথা থাকে,তেমন শ্রীকৃষ্ণ বা পরম সত্য হচ্ছে ঠিক সুতার মতো আর সবকিছু, সকল গ্রহ বা সকল পরিমণ্ডল, সকল বিশ্বব্রহ্মাণ্ড তারা একটি সুতায় গাঁথা আর এই সুতা হচ্ছেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ আরও বলেছেন, একাংশেন স্থিতো জগৎ(ভগবদ্গীতা ১০.৪২)এক চতুর্থাংশ শক্তিতে পুরো জড়জগৎ অবস্থিত ।"
710203 - শ্রীমদ্ভাগবত প্রবচন ০৬.০৩.১২ - গোরক্ষপুর