BN/710212 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"দুর্ভাগ্যবশত মায়াবাদীরা তাদের শাস্ত্র জ্ঞানের স্বল্পতার কারণে অথবা তাদের উদ্ভট কল্পনার কারণে, তারা বলে যে,"শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণু যখন আসেন অথবা পরম ব্রহ্ম যখন অবতরণ করেন, তখন তিনি জড় রূপ বা জড় দেহ পরিগ্রহ করেন।" এটা সত্য নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সম্ভবাম্যাত্মমায়য়া(শ্রীমদ্ভগবদ্গীতা ৪.৬)। এটা এমন নয় যে শ্রীকৃষ্ণ জড়দেহ ধারণ করেন। না। কৃষ্ণের এরূপ জড় কোন বৈশিষ্ট্য নেই। একারণে শ্রীকৃষ্ণ বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম (শ্রীমদ্ভগবদ্গীতা ৯.১১): " আমি যখন নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তখন মূঢ়াঃ বা মূর্খেরা আমাকে অবজ্ঞা করে।"
৭১০২১২ - চ.চৈ. প্রবচন মধ্য ০৬.১৪৯-৫০ - গোরক্ষপুর