BN/710214 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এটা সত্যি যে, সম্পূর্ণ মানব সভ্যতাটা হচ্ছে প্রতারক আর প্রতারিতদের সমাজ। এই যা। যেকোনো ক্ষেত্রে। মায়ৈব ব্যবহারিক।(শ্রীমদ্ভাগবতম ১২.২.৩)। কলিযুগে সম্পূর্ণ পৃথিবীটাঃ মায়ৈব ব্যবহারিক। ব্যবহারিক মানে সাধারণ আচার ব্যবহার, এখানেও প্রতারনা থাকবে। খুব সাধারণ বিষয়গুলোতেও প্রতারনা থাকবে। দৈনন্দিন বিষয়গুলোতে। খুব বড় বড় বিষয়গুলোর কথা বলা হচ্ছেনা। সাধারণ ব্যাপারগুলোর মধ্যেই প্রতারণা থাকবে। তাই শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, মায়ৈব ব্যবহারিক। যত শীঘ্র তুমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে, ততই মঙ্গল। আর এটা হচ্ছে কৃষ্ণভাবনামৃত। যতদিন বেঁচে থাক, ততদিন শুধু হরে কৃষ্ণ কীর্তন কর আর শ্রীকৃষ্ণের মহিমা প্রচার কর। এটাই যথেষ্ট। অন্যথায়, তোমার জানা উচিত যে এটা খুব বিপদজনক জায়গা।"
৭১০২১৪ - কথোপকথন - গোরক্ষপুর