BN/710217 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীমদ্ভাগবতমে বলা হয়েছে, ন তে বিদুঃ স্বার্থগতিং হি বিষ্ণুং (শ্রীমদ্ভাগবতম ৭.৫.৩১)। জ্ঞান, জ্ঞানের লক্ষ্য কি? বিষ্ণু পর্যন্ত যাওয়া, তাঁকে জানা, তদ্ বিষ্ণু পরমপদং সদা পশ্যন্তি সূরয় (ঋক বেদ)। যারা প্রকৃতই বুদ্ধিমান তারা শুধুমাত্র বিষ্ণুকে প্রত্যক্ষ করছেন। এটা বৈদিক মন্ত্র। তুমি যদি ঐ পর্যন্ত না যাও, তবে তোমার জ্ঞানের কোন মুল্য নেই, এটা অজ্ঞানতা। নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ (শ্রীমদ্ভাগবদ্গীতা ৭.২৫)। তাই যতক্ষণ তুমি শ্রীকৃষ্ণকে জানতে না পারছ, তার অর্থ তোমার জ্ঞান তখনও আচ্ছাদিত রয়েছে।" |
৭১০২১৭ - কথোপকথন - গোরক্ষপুর |