BN/710217d প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
এটি শুধুমাত্র উপলব্ধি করার একটি প্রক্রিয়া যে, কেউ কেউ পরম সত্যকে অব্যক্ত রূপে উপলব্ধি করে, কেউ অন্তর্যামী সর্বব্যপ্ত পরমাত্মারূপে উপলব্ধি করে এবং কিছু মানুষ পরমসত্যকে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ রূপে উপলব্ধি করে, কিন্তু তাঁরা অদ্বয়-জ্ঞান, অভিন্ন, একই জিনিস। শুধু আমাদের উপলব্ধি করার ক্ষমতাই এই পার্থক্য সৃষ্টি করে। উদ্দেশ্য একই। এটা শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে।
৭১০২১৭ - চৈঃচঃ প্রবচন আদি ০৭.১১৯ - গোরক্ষপুর