BN/710219 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
ঠিক যেমন যখন তুমি দূরে কোথাও থেকে একটু ধোঁয়া দেখতে পাও, তুমি তৎক্ষণাৎ বুঝতে পার যে ওখানে আগুন রয়েছে। এটি বোঝা খুবই সহজ। ঠিক তেমনই, যদি সবকিছু সুন্দরভাবে চলছে - সূর্য ঠিক সময়ে উদয় হচ্ছে, চন্দ্র ঠিক সময়ে উদয় হচ্ছে; তারা আলোকিত করছে, তারা উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, সবকিছুই চলছে, ঋতুর পরিবর্তন ঘটছে - সুতরাং যদি সবকিছুই সুন্দরভাবে চলছে, তাহলে তুমি কিভাবে বলতে পার যে "ভগবান মৃত"? যদি ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে চলছে, তাহলে তুমি বলতে পার না যে এই সকল বিষয়গুলি আপনাআপনি ঘটছে। না। তোমার অভিজ্ঞতায় এমন কিছুই নেই যা কি না আপনা থেকেই হয়। আমাদেরকে এটি প্রশংসা করতেই হবে যে এর পেছনে কারোর না কারো বুদ্ধিমত্তা রয়েছে।
৭১০২১৯ - শ্রীচৈতন্যচরিতামৃত প্রবচন মধ্যলীলা ৬/১৫৪-১৫৫ - গোরক্ষপুর