BN/710220 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই শব্দধ্বনি․․․ঠিক যেমন যখন কীর্তন করা হয়,এক পশু হয়তো সেখানে দাঁড়িয়ে সেটি শ্রবণ করছে। সে এই কীর্তনের অর্থ উপলব্ধি করতে পারে না,কিন্তু তবুও এই শব্দধ্বনি শ্রবণ করার ফলে সে পবিত্র হয়ে উঠবে। এই কক্ষটিতে অনেক পোকামাকড় রয়েছে,অনেক ক্ষুদ্র প্রাণী,পিঁপড়ে,মশা,মাছি ইত্যাদি। শুধুমাত্র এই পবিত্র নাম শ্রবণ করে,যেটি আসলে এক পারমার্থিক শব্দতরঙ্গ,এই সকল প্রাণীগুলি পবিত্র হয়ে উঠবে। পবিত্র গাথা। যেই মুহূর্তে তুমি ভগবানের সঙ্গে গোপীদের লীলাকাহিনী আলোচনা করবে ․․․কেননা শ্রীকৃষ্ণের লীলা মানে এক অপর পক্ষের প্রয়োজন। আর কে ওই অপর পক্ষ? সে হল ভগবানের ভক্ত।"

৭১০২২০ -শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/৩/২৭-২৮ - গোরক্ষপুর