BN/710328 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং যারা ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে কৃষ্ণভাবনাময় হচ্ছে তাদের প্রাথমিক অবস্থা হচ্ছে যে, তারা শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত। ময়ি আসক্তামনাঃ। আসক্তি মানে হচ্ছে সংযুক্তি। আমরা শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি করতে পেরেছি। এখানে একটি অনুমোদিত পন্থা রয়েছে। যদি আমরা এই পন্থা অবলম্বন করি তাহলে স্বাভাবিকভাবেই আমরা কৃষ্ণ ভাবনাময় হব আর ধীরে ধীরে উপলব্ধি করতে পারব যে শ্রীকৃষ্ণ কী।"
৭১০৩২৮ - শ্রীমদ্ভাগমদ্গীতা প্রবচন ০৭.০১-২ - বোম্বে