BN/710330 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"বিচ্ছিন্ন শক্তিকে তোমরা সহজেই বুঝতে পারবে। ঠিক যেমন আমি কথা বলছি আর এই টেপ-রেকর্ডারে তা ধারণ করা হচ্ছে। যখন এই টেপ-রেকর্ডটি পুনরায় চালু করা হবে, তোমরা দেখবে যে আমি আবার কথা বলছি। কিন্তু এই কথা বলা আর আমার বর্তমান কথা বলাটা ভিন্ন। সুতরাং এই কথা বলাটা হচ্ছে বিচ্ছিন্ন শক্তি। এখন আমি সরাসরি কথা বলছি। এটা বিচ্ছিন্ন নয়। কিন্তু যখন এটি আরেকটি বস্তুতে রূপান্তরিত হয় তখন সেটি বিচ্ছিন্ন শক্তি।"
৭১০৩৩০ - শ্রীমদ্ভাগমদ্গীতা প্রবচন ০৭.০৪-৫ - বোম্বে