BN/710405 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই যৌন জীবনে বিধিনিষেধ আছে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মাভিরুদ্ধঃ যৌন জীবনকে কয়েকটি শর্তের সাপেক্ষে ভাগ করা হয়েছে। এটা মনুষ্যধর্ম। এরকম নয়......এমনকি কুকুর বিড়ালের জীবনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাদের সহবাসের একটি নির্দিষ্ট সময়কাল রয়েছে। একইভাবে গৃহস্থদের জন্য সহবাসের নির্দিষ্ট সময়কাল রয়েছে। রজঃস্রাবের পাঁচ দিন পর কেউ সন্তান নেয়ার জন্য সহবাস করতে পারে। আর যদি নারী বা স্ত্রী গর্ববতী হন তাহলে শিশুর জন্ম এবং ছয় মাস বয়স হওয়া পর্যন্ত আর সহবাস নয়। এগুলো হল বিধিনিষেধ।"
৭১০৪০৫ - শ্রী মদ্ভাগবদ্গীতা প্রবচন ০৭.১১-১৩ - বোম্বে