BN/710409 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যিনি শ্রীকৃষ্ণকে ভিতরে এবং বাহিরে সর্বদাই, চব্বিশ ঘণ্টাই দর্শন করতে পারেন, তিনি আর অন্যকিছুই দেখতে পারেননা। অথচ অন্যরা বলে,"কোথায় ভগবান? ভগবান মারা গেছে। তুমি কি আমাকে ভগবানকে দেখাতে পারবে?" এই ধরণের মানুষগুলো কখনোই ভগবানকে জানতে পারেনা, কারণ তারা ভগবানকে প্রতিযোগিতার মাধ্যমে দেখতে চায়। এটা সম্ভব নয়। ভগবানকে প্রতিযোগিতার মাধ্যমে দেখা সম্ভব নয়; কেবল প্রীতি আর শরণাগতির মাধ্যমেই এটা সম্ভব। তখন ভগবানকে দেখা যাবে।"
৭১০৪০৯ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ০১।০৮।১৮-১৯ - বোম্বে