BN/710627b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাহলে এই কৃষ্ণভাবনাময় আন্দোলন হল মানুষকে শিক্ষা দেওয়ার একটা প্রচেষ্টা যে কিভাবে ভগবানকে দেখতে হয় , কিভাবে কৃষ্ণকে দেখতে হয় । কৃষ্ণকে দেখা যায় যদি আমরা অভ্যাস করি। ঠিক যেমন কৃষ্ণ বলছেন , রসোহহমপ্সু কৌন্তেয় (ভগবদ্গীতা ৭/৮ )। কৃষ্ণ বলছেন ,"আমিই জলের স্বাদ। " আমরা প্রত্যেকেই , আমরা জল প্রতিদিন পান করি , শুধু একবার নয় , দুবার - তিনবার বা আরো বেশি। তাই ঠিক যেই মুহূর্তেই আমরা জল পান করব , আমরা যদি চিন্তা করি যে জলের স্বাদ হলেন ভগবান শ্রীকৃষ্ণ , তৎক্ষণাৎ আমরা কৃষ্ণভাবনাময় হয়ে যাবো । কৃষ্ণভাবনাময় হওয়া খুব কঠিন কাজ নয়। শুধুমাত্র ,আমাদেরকে অভ্যাস করতে হবে ।"
৭১০৬২৭ - প্রবচন ১ রথযাত্রা উৎসব- সান ফ্রান্সিস্কো