BN/710726b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রত্যেকেই তার সকাম কর্মের ফল উপভোগ করছে আবার সেটা থেকে কষ্টও পাচ্ছে। কর্মাণী নির্দহতি কিন্তু চ ভক্তি-ভাজাম (ব্রহ্ম সংহিতা ৫/৫৪)। কিন্তু যারা ভগবৎ সেবায় নিযুক্ত আছে, তাদের কোন কর্মফল ভোগ করতে হয়না, কারণ তারা তাদের নিজেদের জন্য কর্ম করে না। তারা কৃষ্ণের জন্য। তাই সেখানে কোন কর্মফল নেই।"
710726 - দীক্ষা প্রবচন - নিউ ইয়র্ক