BN/710731 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জ্ঞান লাভ করি এবং অহেতুক জল্পনা করে দুশ্চিন্তা করিনা। আমরা এভাবে আমাদের সময় নষ্ট করিনা। আমাদের সময় অত্যন্ত মূল্যবান। গোবিন্দ কীভাবে পরমাণুতে প্রবেশ করেন সেই বিষয়ে গবেষণা না করে আমরা হরে কৃষ্ণ জপ করি, সময়টাকে কাজে লাগায়। তো এই পন্থাটি খুবই সুন্দর। গুরুপরম্পরা ধারায় প্রাপ্ত সকল জ্ঞান নিখুঁত। তুমি এটি গ্রহণ করো এবং উন্নত হও। এটিই সব। আমরা বেশি মাথা ঘামাই না।" |
710731 - ব্রহ্ম সংহিতা ৫/৩৫ প্রবচন - নিউ ইয়র্ক |