BN/710807b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি দুগ্ধ পান করছো এবং গাভীকে মাতা বলে স্বীকার করা হয়। এটি কি আবেগ প্রবণতা? এটি কি আবেগ প্রবণতা? তুমি একজনের দুগ্ধ পান করো, আর তুমি তাকে একজন সাধারণ প্রাণী মনে করো। তোমরা কিভাবে সভ্য জাতি? বৈদিক সভ্যতা অনুযায়ী, ঠিক যদি কৃষ্ণের কথাই মনে করি, সে পুতনার দুধ খেয়েছিল, সে তাকে মা হিসেবে গ্রহণ করেছিল, যদিও সে কৃষ্ণকে বিষপ্রয়োগ করতে এসেছিল। কৃষ্ণ ভাল দিকটাই গ্রহণ করেছে, যে "সে যাই করুক না কেন, আমি তার স্তন পান করেছি। ওহ্ সে তো আমার মা হয়ে গিয়েছে। তারও আমার মায়ের মতো একই অবস্থান প্রাপ্ত হওয়া উচিত।" এটি আবেগময়"
710807 - কথোপকথন - লন্ডন