BN/710826 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যেকোনো প্রকার ধর্ম তুমি অবলম্বন করতে পারো , সেটা কোন ব্যাপার নয়। তুমি হিন্দু বা মুসলমান বা খ্রিষ্টান হতে পারেন, সেটা কোন ব্যাপার না। পরীক্ষা হল যে তুমি কি অহেতুকী, অহেতুকী ভালোবাসা গড়তে পেরেছ নাকি এবং সেই ভালোবাসা কোন রকম জড়-জাগতিক কারণের জন্য বাধাপ্রাপ্ত না হয় সম্পাদন করতে পারছ কিনা। এটি হচ্ছে ধর্মের পরীক্ষা। শ্রীমদ ভাগবতে এই টিকাটি দেওয়া হয়েছে ,

সা ভাই পুমসম পরো ধর্ম যত ভক্তির অধোক্ষযে

অহৈতুকী  অপ্রতিহত  

যায়াত্মা সুপ্রসীদতি (ভাগবত ১ .২ .৬ )

যদি তোমার ভগবানের প্রতি তেমন ভালোবাসা প্রকাশ পায়ে , কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়ে, কোন জড়-জাগতিক কারণের দ্বারা বন্ধ না হয়ে, তাহলে তুমি সুপ্রসীদতি অনুভব করবে, সমস্ত সন্তুষ্টি - কোনো উৎকণ্ঠা নয় , কোন প্রকার অসন্তুষ্টি নয়। এই জগতে সব আনন্দদায়ক অনুভব করবে।

৭১০৮২৬ - প্রবচন শ্রীমদ ভাগবত ০১ .০২ . ০৬ - লন্ডন