BN/710915 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মোম্বাসা
From Vanipedia
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
নিশম্য কর্মাণি গুনানতুল্যান
বীর্য্যানী লীলাতনুভী কৃতানি জাদিতিহাসসরৎপুলাকাশ্রুগদ্গদন প্রোটকন্ঠ উদ্গায়টি রেতি নৃত্যতি।। এই ভাবে যখন তিনি আধ্যাত্মিক জীবনে উন্নতি করেন, তখন শুধুমাত্র নিশম্য কর্মাণি গুনানতুল্যান এর দ্বারা, শুধুমাত্র শ্রীকৃষ্ণের লীলা শ্রবণের দ্বারা, তৎক্ষণাৎ উচ্চশ্যে মেতে উঠবেন, এবং তিনি কেঁদে ফেলবেন। এই গুলোই হলো এর লক্ষণ। নিশম্য কর্মাণি গুনানতুল্যান ,বীর্য্যানী লীলাতনুভী কৃতানি। বীর্য্যানী লীলা : ' ও শ্রীকৃষ্ণ কত গুলো অসুরকে মারছেন, শ্রীকৃষ্ণ গোপীদের সাথে নৃত্য করছেন,শ্রীকৃষ্ণ তার গোপবালক বন্ধুদের সাথে খেলছেন, শ্রীকৃষ্ণ ওখানে যাচ্ছেন '। এটি হলো লীলা স্মরণাম।শ্রীকৃষ্ণ বই পড়া মানে হলো শ্রীকৃষ্ণের এই কার্যকলাপ মনেকরা। শুধুমাত্র বারংবার শ্রীকৃষ্ণ বইটি পড়তে থাকো, তখন তুমি প্রকৃত চিন্ময় সত্বরে উপস্থিত থাকবে। |
৭১০৯১৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ৭তম খণ্ড - মোম্বাসা |