BN/720229 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়াপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কিভাবে এই জড় দেহটি শুদ্ধ হতে পারে? হ্যাঁ, পারে। এর উদাহরণ হচ্ছে ঠিক যেমন আপনি একটি লৌহদণ্ড নিয়ে একে আগুনে প্রবেশ করিয়ে গরম করতে থাকুন। এটি উত্তপ্ত হতে হতে ক্রমশঃ আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত গনগনে লাল হয়ে যায়। সেই সময় এইটি আর লোহা নয়, বরং আগুন হয়ে যায়। একে আপনি যে কোনও কিছুতে স্পর্শ করান, এটি সেই বস্তুকে পুড়িয়ে দেবে, ঠিক তেমনই যদি আপনি সঠিকভাবে নিয়মিত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে ধীরে ধীরে আপনার সম্পূর্ণ শরীরটি চিন্ময় হয়ে উঠবে। তখন তা অপাপ-বিদ্ধম্‌, আর কোন পাপবিদ্ধ হবে না। সুতরাং আপনার জীবনকে সম্পূর্ণরূপে শুদ্ধ করতে হবে। তবেই আপনি ভগবদ্‌রাজ্যে, ভগবানের কাছে, আপনার নিজ আলয়ে ফিরে যাবেন। "
৭২০২২৯ - প্রবচন- গৌর পূর্ণিমা উৎসব - মায়াপুর