BN/720322 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই বৈকুণ্ঠ জগতে রয়েছে প্রশংসা আর এই জড় জগতে আছে ঈর্ষা। একই জিনিস যখন তা বৈকুণ্ঠ গুণে পরিণত হয়,তা ভিন্ন কিছু হয়ে যায়; তা আর মৎসরতা থাকে না। সেটি প্রশংসা। "ওহ্‌ সে কত ভাল," ঠিক রাধারানীর মতো। রাধারানী... তাঁর চেয়ে কেউ শ্রেষ্ঠ ভক্ত হতে পারে না। কৃষ্ণ অনয়ারাধতে। রাধারানী মানে যিনি শ্রীকৃষ্ণকে সর্বোত্তমভাবে সেবা করছেন। গোপীদের মাঝে - গোপীরা কৃষ্ণসেবা করছেন - কোন তুলনা হয় না। মহাপ্রভু বলেছেন, রম্যা কাচিদ্‌ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা (চৈতন্য মঞ্জূষা ). ব্রজবধূ, এই নারীরা, এই গোপীরা, তাঁরা যেইভাবে শ্রীকৃষ্ণের সেবা করেছেন, তাঁর কোনও তুলনাই হয় না এই জগতে।"
৭২০৩২২ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/১/১-২ - বোম্বে