BN/720425 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টোকিও

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আজ সকালে আমি শ্রীকৃষ্ণের লীলা পারছিলাম। তিনি রোজ ভোর তিনটের আগে সূর্য ওঠবার আগে জেগে যেতেন। রোজ। তার পত্নীরা খুব বিরক্ত হতো। যখনি মোড়ক ডাকতো 'কা ক', শ্রীকৃষ্ণ তখনি উঠে পড়তেন (হাসি) সেটা একরকমের সতর্কতা। সেটা সতর্কতা, প্রকৃতির সতর্কতা। কোন অ্যালার্ম ঘড়ির দরকার নেই। অ্যালার্ম বেজে চলেছে, আর লোকে নিঃশব্দে ঘুমিয়ে যাচ্ছে (হাসি)। কোন ভাবে যদি জেগে যায় তাহলে তাড়াতাড়ি করে বন্ধ করে দেয়... যাতে আর জ্বালাতন না করে। কিন্তু এই প্রকৃতির অ্যালার্ম ঘড়িতে, মোড়ক তিনটের সময় ডাকছে। এবং শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ জেগে যাবেন। যদিও সে খুব সুন্দরী স্ত্রীদের সাথে শয্যায়ে থাকতেন রানীরা বিরক্ত হতো। তারা এই মোড়ককে অভিশাপ দিত, 'এখন শ্রীকৃষ্ণ চলে যাবেন। এখন শ্রীকৃষ্ণ চলে যাবেন।' কিন্তু শ্রীকৃষ্ণ তিনি খুব সকালে উঠতেন। তোমরা শ্রীকৃষ্ণের লীলা কৃষ্ণ বইয়ে পর।"

৭২০৪২৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০২.০৯.০১-৮ - টোকিও