BN/720526 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এই দেহ প্রাপ্ত হওয়া মানে আমার জাগতিক বাসনা আছে। এটা হচ্ছে সিদ্ধান্ত। ব্রহ্মা থেকে শুরু করে, যেই এই জড়দেহ পেয়েছে...... এই জগতে তার সৃষ্টি হয়েছে প্রথম বলে ধরা হয়, সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী, কিন্তু তও তার জড়দেহ আছে, তিনি অকামি নন, জড়বাসনা ছাড়া নন। সে একটি ব্রহ্মান্ডের কর্তা হতে চেয়েছেন। ঠিক যেমন আমরা আমাদের বাড়ির কর্তা, সমাজের, দেশের, জাতির কর্তা হতে চাই। তারপর আমি কর্তাও হতে চাই। ঠিক আছে, ঠিক আছে, বাড়াতে থাকো, নিয়ন্ত্রণ করতে থাকো। সুতরাং, যতক্ষণ নিয়ন্ত্রণ করবার ইচ্ছা থাকবে, ততক্ষন দেহ গ্রহণ করতে হবে। কি দেহ গ্রহণ করবে সেটা কোন ব্যাপার নয়। ব্রহ্মার দেহ হতে পারে, বেড়াল, মানুষ, পাখি, জন্তুর দেহ হতে পারে। আমার ইচ্ছের ওপর নির্ভর করছে। কিন্তু যদি আমার জড়বাসনা পূর্ণ করবার ইচ্ছে থাকে তাহলে আমার তৈরী থাকা উচিত, পরবর্তী দেহ গ্রহণ করবার জন্য।"

৭২০৫২৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০২.০৩.০৯ - লস্‌ এঞ্জেলেস্‌