BN/720604 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেক্সিকো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জন্তু থেকে মানুষ আসে- তা বাঁদর বা সিংহ বা গরু হতে পারে। এই তিনটের মধ্যে.... সত্ত্ব গুন্, রজ গুন্, তম গুন্। যারা এখন রজ গুনে তারা পূর্ব জীবনে সিংহ ছিল। এবং যারা তম গুনে তারা ডারউইনের শশুর, (হাসি) বাঁদর, এবং তম গুণী। এবং যারা সত্ত্ব গুনে আসছে, তারা আগের জীবনে গরু ছিল। বেদ থেকে এই বৈজ্ঞানিক তথ্য আসছে।"

৭২০৬০৪ - কথোপকথন এ - মেক্সিকো