BN/720630 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ডিয়েগো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রত্যেকে তার বিশেষ ধরনের ধর্ম বা পেশা পেয়েছে। ঠিক আছে। ধর্মঃ স্বনুষ্ঠিতঃ পুংসাং (শ্রীমদ্ভাগবত ০১/০২/০৮ )। ফলাফল হবে ... আপনার বিশেষ ধরনের ধর্ম পালন করে, ফলাফল অবশ্যই হতে হবে। ফলাফল হল, 'কিভাবে আমি বাড়ি ফিরে যাব, ভগবানের কাছে ফিরে যাব'। যদি সেই আকাঙ্ক্ষা বিকশিত না হয়, তবে এটি কেবল সময়ের অপচয়। আপনি এই ধর্ম বা সেই ধর্ম বা এই ধর্ম বা সেই ধর্মের দাবি করতে পারেন, এটা কোন ব্যাপার না। আপনি কেবল ধর্মানুসারীদের অনুসরণ করে এবং এই বা সেগুলি অনুসরণ করে সময় নষ্ট করছেন। এটি আপনাকে সাহায্য করবে না। ফলেন পরিচীয়তে । আপনি এই চেতনায় এসেছেন কিনা, 'আমি কি? আমি কোন জড় বস্তু না; আমি আত্মা। আমাকে আমার আধ্যাত্মিকতায় ফিরে যেতে হবে। ওটা ... ওটাই চাওয়া। সুতরাং হয় আপনি হিব্রু হতে পারেন অথবা হিন্দু বা খ্রিস্টান হতে পারেন - আমরা দেখতে চাই যে সেই চেতনা জেগেছে কিনা। যদি তা না হয়, তাহলে আপনি কেবল সময় নষ্ট করেছেন। হয় আপনি হিন্দু হতে পারেন বা ব্রাহ্মণ অথবা এই বা সে, এটা কোন ব্যাপার না। শ্রম এব হি কেবলম্ (শ্রীমদ্ভাগবত ০১/০২/০৮)। শুধু সময় নষ্ট করা।"
৭২০৬৩০ - প্রবচন ইন্ডিয়ান্স হোম - সান ডিয়েগো