BN/720815 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এই মূর্খগুলো এরা জানেনা যে, 'আমি কোন যোগ্যতা ছাড়া ভগবানকে কি করে দেখতে পারব?' যন্ত্রে কোন গোলমাল হলে, আমি যন্ত্রটিকে দেখতে পাব। এবং একজন ইঞ্জিনিয়ার, আর মেকানিক যন্ত্রটিকে দেখবে, তার দেখা আর আমাদের দেখার মধ্যে পার্থক্য আছে। তার দেখবার যোগ্যতা আছে। তাই যন্ত্রের কিছু খারাপ হয়ে গেলে সে হাত লাগালেই, তৎক্ষণাৎ, চলতে শুরু করবে। সুতরাং একটা যন্ত্রের জন্য আমাদের কত যোগ্যতা লাগে, আর আমরা ভগবানকে কোন যোগ্যতা ছাড়াই দেখতে চাই? মজাটা দেখো খালি। কোন যোগ্যতা নেই। মূর্খ, মহামূর্খ, এত বোকা, যে তারা সাধারণ যোগ্যতা দিয়ে ভগবানকে দেখতে চায়।"

৭২০৮১৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০২.১২- লস্‌ এঞ্জেলেস্‌