BN/721001 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যখন আপনি দীক্ষিত হন, আপনি প্রতিশ্রুতি দেন, 'অবৈধ যৌনসঙ্গ নয়, নেশা নয়, মাংস খাওয়া নয়, জুয়া খেলা নয়'। এবং যদি আপনি ব্যক্তিগতভাবে এই সব কাজ করেন, তাহলে আপনি কোন ধরনের মানুষ? প্রতারক হবেন না। সরল হন । যখন আপনি প্রতিশ্রুতি দেন যে 'আমরা এই কাজগুলো করব না', তখন আর তা করবেন না। তাহলে আপনি সত্ত্বগুণে থাকবেন । এটুকুই । কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না। এবং যদি আপনি নিজেকে নীরবে দূষিত করেন, তাহলে এই সত্ত্বগুণ চলে যাবে। তাই এই সতর্কবাণী । একবার যদি আপনি এই প্রতিশ্রুতিতে দীক্ষিত হন যে আপনি এই সমস্ত অর্থহীন কাজ করবেন না, তাহলে আপনি পুরোপুরি সত্ত্বগুণে থাকবেন । মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি (শ্রীমদ্ভগবদ্গীতা ০৭/১৪)। মায়া কিছুই করতে পারবে না। কিন্তু যদি আপনি নিজেকে ঠকান, আপনার গুরুমহারাজকে ঠকান, ভগবানকে ঠকান, তাহলে আপনি মায়ার দ্বারা প্রতারিত হবেন। "
৭২১০০১ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০৩/২৬ - লস্‌ এঞ্জেলেস্‌