BN/721026 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি যদি কেবল শ্রীকৃষ্ণকে চোখ দিয়ে দেখো, তোমার চোখ শুদ্ধ এবং আধ্যাত্মিক হয় যাবে। কারণ তুমি স্পর্শ করছো ঠিক যেমন নিজেকে আগুনের স্পর্শে রাখলে, তুমি উষ্ণতা অনুভব করো। গরম, খুব গরম, প্রচন্ড গরম। যখন একটা লোহার সিখকে আগুনের সংস্পর্শে রাখলে প্রথমে তা গরম, তারপর খুব গরম , এবং শেষে আগুনের মতো। যখন আগুনের মতো হবে, আগুন হয়ে যায় সেটা, আর লোহার সিখ থাকেনা। জ্বলন্ত লোহাতে হাত দিলে, হাত পুড়ে যাবে। সেরকম, যদি তুমি নিজেকে শ্রীকৃষ্ণের সংস্পর্শে রাখো তাহলে তুমি কৃষ্ণভাবনাময় হয় যাবে, তখন তুমি বুঝতে পারবে শ্রীকৃষ্ণ কি?"

৭২১০২৬ - প্রবচন ভক্তিরসামৃতসিন্ধু - বৃন্দাবন