BN/721105 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভেজিরে মুনয়োহথাগ্রে ভগবন্তধোমক্ষজম্ (SB 1.2.25)। কিছু তত্ত্ব আছে - যা সত্য নয় - শেষ পর্যন্ত পরম সত্য নিরূপণ। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে, অগ্রে, সৃষ্টির পরে, সমস্ত মুনীরা ... প্রথমত, সেখানে ব্রহ্মা ছিলেন। এবং তারপর তিনি সৃষ্টি করেছেন অনেক সাধু ব্যক্তি, মরিচ আদি, মহান সাধুদের । এবং তাঁরা নিজেদেরকে ভগবানের পরম ব্যক্তিত্বের উপাসনায় নিযুক্ত করেছিলেন। নিরূপণ নয়; খুব শুরু থেকে । ভেজিরে মুনয়োহথাগ্রে । একদম শুরু থেকে । ভগবন্তধোমক্ষজম্ । অধোক্ষজম্ আমরা অনেকবার বর্ণনা করেছি: 'আমাদের ইন্দ্রিয় উপলব্ধির বাইরে'। পরম সত্য একজন ব্যক্তি, এটা বোঝা খুবই কঠিন ।"
৭২১১০৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০২/২৫ - বৃন্দাবন