BN/721129 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হায়দ্রাবাদ

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আধুনিক সভ্যতা হচ্ছে আমরা কি করে ভালো করে খাবো, ভালো করে ঘুমাবো, ভালো করে যৌনক্রিয়া করব, ভালো ভাবে নিজেকে রক্ষা করব। এই চারটে জিনিস ভালো করে সেখান হয়। তারা জানেনা আত্মা কি, ভগবান কে, তার সাথে আত্মার কি সম্পর্ক। তো এই ধরণের, এই ধরণের সভ্যতা বেড়ে চলেছে। শুধু চিন্তা করো চার হাজার বছর পর এটা আরো কত বৃদ্ধি পাবে। কলি যুগের মাত্র পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে। পাঁচ হাজার বছরের মধ্যে, আমরা কত অধ্যপতিত হয়েছি, মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে সভ্যতার প্রগতি করছি। এটা মায়া। আরো দিন গেলে, আমরা আরো মায়াচ্ছন্ন হব। ভগবানকে বোঝবার কোনো ক্ষমতাই থাকবেনা। সেই সময় ভগবান অবতীর্ণ হবেন, সবার বিনাশ করবেন গলা কেটে। সেটা হবে কল্কি অবতার।"

৭২১১২৯ - প্রবচন ভগবদ্গীতা ০২.২৫ - হায়দ্রাবাদ