BN/730412 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো যখন তুমি কৃষ্ণভাবনামৃত অনুশীল করা শুরু করবে, প্রথমে মায়া অনেক অসুবিধা করবে। মায়া পরীক্ষা করবে তুমি কতটা দৃঢ়। সে পরীক্ষা করবে। সেও শ্রীকৃষ্ণের প্রতিনিধি। শ্রীকৃষ্ণকে কেউ বিরক্ত করবে এরম লোকেদের সে অনুমতি দেবেনা। তাই সে দেখবে তুমি কৃষ্ণভাবনামৃতে দৃঢ় কিনা, তুমি কৃষ্ণভাবনামৃত গ্রহণ করেছ শ্রীকৃষ্ণকে বিরক্ত করবার জন্য, নাকি তুমি সত্যি আন্তরিক। এটা মায়ার কাজ। প্রথমে মায়ার দ্বারা অনেক অসুবিধা আসবে, এবং তুমি কৃষ্ণভাবনামৃতয়ে অগ্রগতি অনেক কঠিন মনে হবে। কিন্তু যদি তুমি দৃঢ় থাকো.... দৃঢ় মানে নিয়মাবলী মেনে চলা, ষোল মালা জপ করা, তাহলে তুমি দৃঢ় থাকবে। আর যদি তা না করো, মায়া তোমায় আঁকড়ে ধরবে, তখনি। মায়া সবসময় তৈরী। আমরা সমুদ্রের মধ্যে আছি। তাই, যে একটুও বিব্রত হয়না, সে হলো পরমহংস।"

৭৩০৪১২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১.০৮.২০ - নিউ ইয়র্ক