BN/730723 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এখন, বর্তমান মুহুর্তে, আমরা প্রত্যেকেই বস্তুগত শক্তির নিয়ন্ত্রণে আছি। আপনি এটি খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক সরকারের মত। সরকার, একটি শক্তি কাজ করছে। একইভাবে, কারাগার সেখানেও আরেকটি শক্তি কাজ করছে। এবং নাগরিকরা, এটিও অন্য, আরেকটি শক্তি কাজ করছে। কিন্তু নাগরিকরা প্রান্তিক। তারা কারাগারের দেয়ালের বাইরে এবং কারাগারের দেয়ালের ভিতরে থাকতে পারে। তাই তাদেরকে প্রান্তিক বলা হয়। যখন আপনি সরকারের আইন মেনে চলছেন, তখন আপনি স্বাধীন। আপনি সরকারের আইন মেনে চলছেন না, আপনি কারাগারে আছেন। আর মানলে আপনি স্বাধীনতায় আছেন।হয়তো ... এটা আপনার পছন্দ। সরকার বিশ্ববিদ্যালয় পেয়েছে, সেইসাথে অপরাধ বিভাগ। সরকার প্রচার করে না; বরং, সরকার প্রচার করে যে "তুমি বিশ্ববিদ্যালয়ে আসো। শিক্ষিত হও। উন্নত হও। "কিন্তু এটা আমাদের পছন্দ যে আমরা মাঝে মাঝে কারাগারে যাই। এটা সরকারের দোষ নয়। একইভাবে, যারা এই বৈষয়িক জগতে এসেছেন, তারা সবাই অপরাধী, ভগবানের আইনের অবাধ্য বলে মনে করা হয়।"
৭৩০৭২৩ - প্রবচন শ্রীমৎভাগবত ০১/০২/০৬ - লন্ডন