BN/730908 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু স্টকহোম

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো শ্রীকৃষ্ণ বলছেন কেবল আমার প্রতি আসক্তি বৃদ্ধি কর। অভ্যাস কর।" এটা কঠিন নয়। ঠিক যেমন এই জড়জগতে আমাদের কিছুর প্রতি আসক্তি থাকে। কেউ ব্যবসা, কেউ নারী, কেউ পুরুষ, কেউ ধন, কেউ শিল্প, কেউ......এভাবে বিভিন্ন জিনিসের প্রতি আসক্ত থাকে। আসক্তির কত বস্তু আছে। আমরা অস্বীকার করতে পারবনা। সবাই। কিছু না কিছুর প্রতি আমাদের আসক্তি আছে। এই আসক্তি আমাদের শ্রীকৃষ্ণের প্রতি পরিবর্তন করতে হবে। একেই বলে কৃষ্ণভাবনামৃত।"

৭৩০৯০৮ - প্রবচন ভগবদ্গীতা ০৭.০১ উপ্পসলা বিশ্ববিদ্যালয় - স্টকহোম