BN/730910 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু স্টকহোম

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মাতৃ জঠর থেকে বেরোবার আগে, তোমাকে নিজের পিতা বা মাতা হত্যা করে দিতে পারে। এখন এই চলছে, ভ্রুন হত্যা। তা তুমি খুব ধনী বা খুব গরিব বা কালো বা সাদা বা খুব শিক্ষিত বা অশিক্ষিত মাতার গর্ভে থাকতে পারো, কিন্তু জঠরে থাকার যন্ত্রনা সমান সবেতেই। এরম নয় ধনী মায়ের গর্ভে থাকলে কষ্ট হবেনা। সমান ব্যাথা হবে। তো জন্ম। তারপর আবার, যদি তুমি জড়দেহ গ্রহণ করো, তোমাকে উপভোগ করতেই হবে, দুঃখ বা আনন্দ। তারপর, মৃত্যুকালে আবার একই কষ্ট। তা ধনী, গরিব, কোন ব্যাপার নয়, জ্বর অবস্থায়, সবাই কষ্ট পাবে।"

৭৩০৯১০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৫.০৫.০৫ - স্টকহোম