BN/730921b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো ভক্তরা এত শক্তিশালী যে ভগবানের দিব্য নাম জপ করে, তারা সর্বশক্তিমান ভগবানকে সেই স্থানে অবতরণ করাতে সক্ষম হয়। তাই জন্যে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে দিন গৃহেতে ভজন দেখি, সে দিন গৃহেতে গোলক ভায়। সুতরাং আমরা আমাদের গৃহকেও বৈকুন্ঠে পরিবর্তন করতে পারি। কোন অসুবিধা নেই। কারণ শ্রীকৃষ্ণ সর্বব্যাপী, বৈকুন্ঠ সর্বব্যাপী। কিন্তু আমাদের কেবল এই অনুমোদিত পন্থাকে বুঝতে হবে। প্রত্যেকেই, নিজের গৃহকে বৈকুন্ঠে পরিবর্তন করতে পারবে।"

৭৩০৯২১ - প্রবচন - বোম্বে