BN/731103b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"অর্জুন যেমন যুদ্ধের শুরুতে লড়াই করতে চাইছিলনা। সেটা তার নিজের সন্তোষের জন্যে। তিনি নিজের সন্তোষের কথা চিন্তা করছিলেন। কিন্তু পরে, সেই একই অর্জুন, সে শ্রীকৃষ্ণকে খুশি করতে চাইছিল, এবং সে যুদ্ধ করল এবং মহান ভক্তে পরিণত হল। এটা তার সমস্ত কার্যের গোপন রহস্য। আমরা পরমেশ্বর ভগবানের অংশ; তাই আমাদের কাজ হচ্ছে এমন করে কর্ম করা যাতে ভগবানের সন্তুষ্টিবিধান হয়। সেটা জীবনের সার্থকতা।"

৭৩১১০৩ - প্রবচন ভগবদ্গীতা ০৩.০৯ - দিল্লী