BN/731111 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
‌"আমরা, জীব সত্তা আমরা ভগবানের অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ স্বরূপ। ,মমৈবাংশো জীবভূতঃ (শ্রীমদ্ভগবদ্গীতা ১৫/৭) জীবভূতঃ, জীব , সকল জীবেরা, জীব সত্তা , তারা সকলেই ভগবানের বা শ্রীকৃষ্ণের অতিক্ষুদ্র বিভিন্ন অংশ,। যখন আমরা 'কৃষ্ণ', বলি,তার অর্থ ভগবান। ভগবানের অনেক হাজার নাম আছে , কিন্তু এই একটি নাম প্রধান । কৃষ্ণ মানে সর্বা-আকর্ষক, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন, অথবা যে সবাইকে আকর্ষণ করেন তিনিই ভগবান।
৭৩১১১১ - প্রবচন শ্রীমৎভাগবত ০১/০২ /০৬ - দিল্লী