BN/731114 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো মৃত্যু মানে পূর্বজীবনটিকে ভুলে যাওয়া। নাহলে, পূর্বজীবন ছিল। এটা বাস্তব। কিন্তু যেমন আমরা রাতের দেহ দিনে ভুলে যাই এবং দিনের দেহ রাতে, তো তেমনি, জরগুনের সংক্রমণের দ্বারা প্রভাবিত হয়ে আমরা দেহ পরিবর্তন করছি, এবং আমরা এই জগতে আটকে পরে আছি।"

৭৩১১১৪ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১ .০২ .০৯ -১০ - দিল্লী