BN/731229 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মানব সমাজে গো-রক্ষা করা অতীব, অতীব গুরুত্বপূর্ণ, কারণ ইনি আমাদের দুধ প্রদান করে থাকেন, যা হচ্ছে এক জাদুকরী খাদ্য। এর থেকে আপনারা হাজারো রকমের খাদ্যবস্তু তৈরি করতে পারেন যেগুলি কেবল সুস্বাদুই নয় বরং মস্তিস্ক বৃদ্ধির জন্যও অত্যন্ত কার্যকরী। এর মাধ্যমে আপনি উন্নত মস্তিষ্ক পেতে পারেন। তাই 'গো-রক্ষা' বিষয়টিকে বিশেষভাবে করতে নির্দেশ দেয়া হয়েছে। তথাকথিত কোন প্রাণীসংরক্ষণ নয়। যদি আপনি মাংসাহার করতে চান, তাহলে আপনি অন্যান্য প্রাণীদের খেতে পারেন। কিন্তু গোমাংস খাবেন না। এটিই হচ্ছে বৈদিক সভ্যতা।"
৭৩১২২৯ - শ্রীমদ্ভাগবত প্রবচন ১/১৬/১ - লস্‌ এঞ্জেলেস্‌