BN/740225 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি ধোঁয়াকে আগুন থেকে পৃথক করতে পার না। তা সম্ভব নয়। ধোঁয়া তার (আগুনের) প্রকৃতি। ঠিক তেমনই, প্রকৃতি আর যেই উৎস থেকে... ঠিক যেমন আগুন থেকে ধোঁয়া আসছে। তুমি একে আলাদা করতে পার না। ঠিক তেমনই, যদি ভূমি, অপঃ, অনলঃ, বায়ুঃ, খম্‌ (ভগবদগীতা ৭/৪), অর্থাৎ এই জড়া প্রকৃতি শ্রীকৃষ্ণ থেকে আসছে, তাহলে কি ভাবে তুমি একে শ্রীকৃষ্ণ থেকে আলাদা করতে পার? এটিও শ্রীকৃষ্ণ। তারই নাম কৃষ্ণভাবনামৃত। যিনি ভূমি দেখেন না... তৎক্ষণাৎ স্মরণ করেন যে, 'এটি শ্রীকৃষ্ণের প্রকৃতি', তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে স্মরণ করেন। সেটিই হচ্ছে কৃষ্ণভাবনামৃত।"
৭৪০২২৫ - ভগবদগীতা প্রবচন ৭/১২-১২ - বোম্বে