BN/740408 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সর্বপ্রথম ভগবান কে? তিনি অবশ্যই আছেন অন্যথায় এই প্রশ্নটা কেন আসে যে 'ভগবান কে?' সুতরাং ভগবানের প্রকৃতি কিরূপ, আমাদের অবস্থান কি, ভগবানের সাথে আমাদের সম্পর্ক কি, আমাদের কর্তব্য কি এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি এই বিষয়গুলো ভগবদগীতায় পুংখানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। কাজেই আমরা যদি ভগবদগীতাকে খুব সুন্দর ভাবে অনুধাবন করতে পারি, তাহলে ভগবান সম্বন্ধীয় সমস্ত বিজ্ঞান তুমি বুঝতে পারবে।"
৭৪০৪০৮ - প্রাতঃ ভ্রমণ - বোম্বে