BN/740607 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জেনেভা

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি তুমি শ্রীকৃষ্ণকে পরম নিয়ন্তা হিসেবে গ্রহণ করে থাক তবে শ্রীকৃষ্ণ বলেছেন যে, এ বিষয়ে কোন সন্দেহ নেই, তাহলে কেন আমি সন্দেহ করব? কেন আমি শ্রীকৃষ্ণকে অবিশ্বাস করব? এটাই হচ্ছে পদ্ধতি, হরে কৃষ্ণ কীর্তন কর, সবসময় শ্রীকৃষ্ণকে স্মরণ কর। মৃত্যু যেকোনো সময় হতে পারে। এই বিষয়ে কোন নিশ্চয়তা নেই যে তুমি বহু সময় পর মারা যাবে। যেকোনো মুহূর্তে তুমি মরে যেতে পার। মৃত্যু, কোনই নিশ্চয়তা নেই। কিন্তু এটা নিশ্চিত যে তুমি মারা যাবে। এটা সম্পূর্ণরূপে নিশ্চিত। কিন্তু তুমি কখন মারা যাবে এ ব্যাপারে কোন নিশ্চয়তা নেই। কাজেই আমাদেরকে যেকোনো মুহূর্তে মৃত্যুর জন্য জন্য প্রস্তুত হতে হবে। তাই একজন ভক্ত মৃত্যুকে ভয় পায়না। সে জানে মৃত্যু যেকোনো মুহূর্তে আসতে পারে।"
৭৪০৬০৭ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ০৮.০১ - জেনেভা