BN/740617 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জার্মানি

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"পাশ্চাত্য দেশীয় লোকদের জন্য এটা উপলব্ধি করা খুব কঠিন যে দেহ গুরুত্বপূর্ণ কিছু নয়; আত্মা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত তারা জানেই না যে আত্মা কি, তারপরে না গুরুত্বের বিবেচনা আসবে। এই হচ্ছে তাদের অবস্থা এবং কেউ যদি বুঝতে না পারে যে আত্মা কি তাহলে সে ভগবান সম্বন্ধে কি বুঝবে? আত্মা হচ্ছে ভগবানের একটি অতিক্ষুদ্র অংশ। যদি কেউ এই অতি ক্ষুদ্র অংশ সম্পর্কে বুঝতে না পারে তাহলে সম্পূর্ণটা সম্পর্কে সে কি বুঝবে? যদি তুমি গবেষণাগারে একটি ছোট নমুনা পরীক্ষা কর, যেমন ধর একবিন্দু সমুদ্রের জল, বিশ্লেষণ কর, রাসায়নিকভাবে পরীক্ষা কর, তখন তুমি সমুদ্রের জলের মিশ্রণটা বুঝতে পারবে। কিন্তু তোমার যদি সমুদ্রের একবিন্দু জল সম্পর্কে ধারণা না থাকে তাহলে তুমি কি করে বুঝবে যে সমুদ্র কি? এই হচ্ছে তাদের অবস্থা, এমনকি আমরা যে চিন্ময় আত্মার নমুনা তাও তারা বুঝতে পারেনা। তারা শুধু এটাকে ঢেকে রাখার চেষ্টা করছেঃ আত্মা নেই। কোন আত্মা নেই। জড়ের থেকে জীবন সৃষ্টি হয়, যদিও তারা তা প্রমাণ করতে পারেনা।"
৭৪০৬১৭ - প্রাতঃ ভ্রমণ - জার্মানি