BN/740626b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেলবোর্ন

From Vanipedia

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"চিন্তামণিপ্রকরসদ্মসু কল্পবৃক্ষলক্ষাবৃতেষু (ব্রহ্মসংহিতা ৫.২৯)। শ্রীকৃষ্ণ সবসময় গাভীদের পরিচর্যা করেন, তাঁর নাম রাখাল বালক। শ্রীকৃষ্ণের জন্য পশু হওয়াটাও একটি বিরাট সৌভাগ্যের ব্যাপার। এটা কোন সাধারণ ব্যাপার নয়। শ্রীকৃষ্ণের যেকোনো পার্ষদ, হোক তাঁর রাখাল বন্ধু অথবা গাভী বা বাছুর, অথবা বৃন্দাবনের গাছপালা, তরুলতা, ফুল অথবা জল, তারা সবাই শ্রীকৃষ্ণকে বিভিন্ন উপায়ে সেবা করতে ভালোবাসে। কেউ শ্রীকৃষ্ণকে পশু হয়ে সেবা করছে, বৃক্ষ হয়ে, যমুনার জল হয়ে অথবা সুন্দর গোপ-গোপী, তাঁর পিতামাতা এবং শ্রীকৃষ্ণের সাথে আমরা অনেকে। শ্রীকৃষ্ণ ব্যক্তিসত্তাহীন নয়। তাই তাঁর অনেক প্রেমিকা রয়েছে। তিনিও তাদের ভালোবাসেন। তাই শ্রীকৃষ্ণের আরেকটা নাম হচ্ছে পশু-পাল, পশু-পাল-পঙ্কজ। তিনি সমস্ত পশুদের প্রতিপালক।"
৭৪০৬২৬ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০২.০১.০১-৫ - মেলবোর্ন