BN/741107 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"বৈদিক শাস্ত্রে এই জড় জগতকে অন্ধকারাচ্ছন্ন বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি অন্ধকারাচ্ছন্ন জগত। তাই আমাদের সূর্যের আলো, চাঁদের আলো আর বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয়। যদি এটি অন্ধকাচ্ছন্ন না হয় তাহলে কেন এত আলোর আয়োজন করা হয়? আসলে এটি অন্ধকারাচ্ছন্ন। কৃত্রিমভাবে আমরা এটাকে আলোকিত করি, তাই বৈদিক অনুশাসনে বলা হয়েছে "নিজেকে অন্ধকারে রেখো না।" তমসি মা জ্যোতির্গম। "আলোতে যাও।" এই আলোটি হচ্ছে চিন্ময় জগত। যা সরাসরি শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচ্ছটা বা আলো।"
৭৪১১০৭ - শ্রীমদ্ভাগবতম প্রবচন ০৩.২৫.০৭ - বোম্বে