BN/741123 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যখন একজন ভক্ত কষ্ট পায়, সে মনে করে 'এটি আমার পূর্বকৃত কর্মফল। আমি খুব বেশী কষ্ট পাচ্ছি না, শ্রীকৃষ্ণের কৃপায় এটি অনেক কম। এটি তেমন কিছু না।' সুতরাং সুখ এবং দুঃখ সবকিছুই হচ্ছে মনের ব্যাপার। এভাবে একজন ভক্তের মন কৃষ্ণভাবনামৃত দ্বারা প্রশিক্ষিত হয়েছে। তাই সে দুঃখকে খুব একটা পাত্তা দেয়না। এটাই হচ্ছে একজন ভক্ত আর একজন অভক্তের মধ্যে পার্থক্য।"
৭৪১১২৩- শ্রীমদ্ভাগবতম প্রবচন শ্রীমদ্ভাগবতম ০৩.২৫.২৩ - বোম্বে