BN/750222 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কারাকাস

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আধুনিক সভ্যতা চিন্ময় আত্মার কোন যত্ন নিচ্ছে না, তারা শুধু দেহরূপ যন্ত্রটার যত্ন নিচ্ছে। তাই এত সমস্যা হচ্ছে। তুমি জিজ্ঞাসা করছ কিভাবে সমস্যাগুলোর সমাধান করবে? সমস্যা গুলো হচ্ছে এই কারণে যে, তারা চালকের যত্ন না নিয়ে শুধু যন্ত্র বা দেহটার যত্ন নিচ্ছে । যদি তুমি চালকের যত্ন নাও তাহলে সে সুস্থ থাকবে আর সুন্দর করে গাড়ি চালাবে। দেহের কোন দুর্যোগ আসবেনা। সে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। এই হচ্ছে সমস্যা। যদি চালক সচেতন থাকে তাহলে তার গাড়ির জন্য ঘন ঘন ম্যাকানিকেল ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবেনা। সে যন্ত্রটিকে তার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে। যদি সে নিজেকে সুস্থ বা সচেতন রাখতে পারে, তবে সে যন্ত্রটিকেও নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে পারবে।"
৭৫০২২২ - কথোপকথন - কারাকাস