BN/750228 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু আটলান্টা

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তাই যতটুকু সাফল্যই আমি পেয়েছি না কেন, তা কেবল এই কারণেই। আমার গুরুমহারাজ বলেছিলেন, "তুমি যা-ই শিখেছ না কেন, তা গিয়ে ইংরেজি ভাষায় প্রচার কর।" ব্যাস্‌। সুতরাং, আমি কেবল এই বিশ্বাসটুকু নিয়েই এখানে এসেছিলাম যে, 'আমার গুরুদেবের নির্দেশ। আমি সফল হবই।' আমি তোমাদের কোন ভেল্কিবাজি দেখাই নি। স্বর্ণ বানানোর ভেল্কি। কোথায় আমার স্বর্ণ? আমি প্রথমে কেবল চল্লিশ টাকা নিয়ে এসেছিলাম। (হাসি)। তাই, এই সমস্ত হচ্ছে বৈদিক নির্দেশ, 'গুরু মুখ-পদ্ম-বাক্য' এবং শ্রীগুরু চরণে রতি, এই সেই উত্তম গতি। সেইটিই হচ্ছে আসল অগ্রগতি।"
৭৫০২২৮ - কথোপকথন - আটলান্টা